Iran: ইরানে নাচের \'শাস্তি\', জেলে প্রেমিক, প্রেমিকা
2023-02-01
1
আজাদি টাওয়ারের সামনে নাচের ফল ভুগতে হল এক যুগলকে। ইরানের আজাদি টাওয়ারের সামনে নাচের জেরে প্রেমিক, প্রেমিকাকে একসঙ্গে জেলে পুরল প্রশাসন। নাচের জেরে ওই যুগলের ১০ বছরের বেশি কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে বলে খবর।